পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপরে পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না টানানোর দায়ে এসব দোকানিকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না টানানোর দায়ে ভোক্তা অধিকার আইনে কাঁচামাল ব্যবসায়ী ইমনকে তিন হাজার টাকা, পিয়াজ রোসনের ব্যবসায়ী জাহিদ হাসানকে এক হাজার টাকা, জাকারিয়াকে পাঁচশ টাকা, ছয়জদ্দিন মৃধাকে এক হাজার টাকা ও মোসলেম তালুকদারকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
এসময় তিনি আরো জানান নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।