রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
বরিশাল নগরীর ৭টি পয়েন্টে গরীব মানুষের মধ্যে ১০ টাকা মূল্যের চাল বিক্রি শুরু করা হয়েছে।
আজ সকাল থেকেই এই চাল বিক্রি কার্যক্রম শুরু করে খাদ্য অধিদপ্তর। ৭টি স্পটে দুই টন করে মোট ১৪টন চাল বিক্রি করা হবে। এছাড়া প্রতি ব্যক্তি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবে।
নগরীর চাঁদমারী এলজিইডি গেট সংলগ্ন ১০ টাকা কেজি দরে চাল বিক্রির দায়িত্ব পালনকারী খাদ্য অধিদপ্তরের এ্যাসিসটেন্ট সাব ইন্সেপ্রেক্টর মোঃ কামরুজ্জামান বলেন আমরা প্রতি গাড়িতে ২টন করে প্রতিটি স্থানে খাদ্য অধিদপ্তরের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।
এসময় প্রতিজনকে ৫ কেজি করে চাল দেওয়া হবে এবং সেই সাথে যার কাছে চাল বিক্রি করছি তার ঠিকানা, নাম পরিচয় লিপি বদ্ধ করা সহ টিপ সই নিয়েই তার হাতে চাল তুলে দিচ্ছি। এদিকে নগরীর ৭টি পয়েন্টে চাল ক্রয় করার জন্য ছিলো লম্বা লাইন।