রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন হয়ে পড়েছে হতদরিদ্র ও দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ। এর মধ্যেও করোনা প্রতিরোধে তাদের ঘরে থাকা নিশ্চিত করতে কাজ করছে সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিনিময়ে তাদের জন্য সরকার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। তবে তার মধ্যেও অনেকেই সরকারের ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।
তাই প্রশাসনের পাশাপাশি বরিশালে হটলাইন চালু করেছেন সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণে (অব.) জাহিদ ফারুক শামীম। ওই কল সেন্টারে ফোন করলেই কর্মহীন হতদরিদ্র এবং অসহায় মানুষের বাড়িতে পৌঁছে যাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
জানাগেছে, পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপিও তার নির্বাচনী এলাকার মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্নভাবে সহযোগীতা করছেন।
তার এ সহযোগীতা আরো সহজ করতে ০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩ নম্বরের একটি হটলাইন চালু করা হয়েছে। এ নম্বরে ৪ঠা এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বরিশাল অর্থাৎ তার সংসদীয় আসনের অনাহারে-অর্ধাহারে থাকা ব্যক্তিরা যোগাযোগ করলেই তাদের বাড়িতে পৌঁদে দেয়া হবে খাদ্য সামগ্রী। সংশ্লিষ্ট পরিবারের বাইরে তাদের হয়ে অন্য কেউ তথ্যও দিলে তাতেও গুরুত্ব দেয়া হবে। পৌঁছে দেয়া হবে ত্রাণ সহায়তা।
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপি আহ্বান জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্র জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সঙ্গে আছেন। আপনারা করোনা থেকে রক্ষা পেতে সরকারের সকল স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলুন। পাশাপাশি কোন কারণ ছাড়া বাইরে না বের হয়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।