শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
যারা ভূমিদস্যুতার মাধ্যমে চর দখলে জড়িত , নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা কলাপাড়ায় হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎসব সারাদেশে নারী ধর্ষন, সংহিসতা ও নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন পটুয়াখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে মানববন্ধন বাউফলে অবৈধ ব্রিকফিল্ড বন্ধের ২৪ ঘন্টা না যেতেই ফের চালু বাউফলে জেলে ও চাষী পরিবারের মানববন্ধন বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা বেগম জিয়ার রোগমুক্তির জন্য মেহেন্দীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত কলাপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন কলাপাড়ায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া কলাপাড়ায় মরা খালে দখলদারের ছোবল
করোনা আতঙ্ক ও মশার উপদ্রুপে নাকাল বরিশালবাসী

করোনা আতঙ্ক ও মশার উপদ্রুপে নাকাল বরিশালবাসী

Sharing is caring!

একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে মশার উপদ্রপ-দুয়ে মিলে নাকাল বরিশাল নগরবাসী। করোনা মোকাবিলায় সিটি করপোরেশনের ভূমিকায় অসন্তুষ্ট অনেকেই। তবে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার আর খাদ্য পণ্য বিতরণে সামাজিক দূরত্ব বজায় রেখেই, সাংগঠনিক এবং ব্যক্তি পর্যায়ে এগিয়ে এসেছেন সেচ্ছাসেবীরা।

ব্রজমোহন কলেজের কর্মচারী নওরাজ কবির। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এই দুঃসময়ে কাউন্সিলরদের পাশে না পাবার। সাংস্কৃতিক সংগঠক মারিফ বাপ্পি লিখেছেন, সাবেক মেয়র শওকত হোসেন হিরণ বেঁচে না থাকায় নাগরিকদের অসহায়ত্বের কথা।

করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কার মধ্যে ডেঙ্গু পরিস্থির নিয়ন্ত্রণ করতে পারবে কিনা জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে বরিশালবাসী প্রশ্ন তুলেছেন।

নদী খাল বাঁচা আন্দোলনের জেলার সদস্য সচিব জানান, করোনা ভয়বহতা, তারউপরে বরিশালে খাল পুকুর ভরাট থাকায় মশার উপদ্রুপ। নেই তেমন মশক নিধন কার্ক্রম। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে যেভাবে সক্রিয় বরিশাল সিটি করোরেশন ততোটা সক্রিয়তা দেখায়নি এই করোনা মহামারিতে। মেয়রকে দায়িত্ব নেবার আহ্বান জানান তিনি।

জেলা শিল্পকলা একাডেমির কালচালারাল অফিসার মাকসুদুর রহমান বলেন, করোনা মোকাবেলিায় তারা ঘরে অবস্থান করতে চান। কিন্তু মশার যন্ত্রনায় তারা ঘরে থাকতে পারছে না।

সনাকের সদস্য ও উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরণ বলেন, করোনা মোকাবেলা বা জনগনকে সচেতনতায় মেয়য়ের নিসক্রিয়তায় তার কাউন্সিলররাও সক্রিয় নয়। নাগরিক সমাজ মেয়রকে কাছে পেতে চায় বলে জানান তিনি।

এদিকে, বুলবুল বা ফণি ঘুর্ণিঝড়ে মেয়র সাদিক আব্দুল্লাহর কর্মকাণ্ড প্রশংসিত হলেও, এই দুর্যোগে তার কর্মসূচি জানতে একাধিকবার যোগাযোগ করা হলে পাওয়া যায়নি। নেই বিএনপির হেভিওয়েটদেরও তেমন কার্যক্রম।

তবে, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ‘পৌরসভা, সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পর্যায়ে অনুরোধ করবো যে, মশা নিধনের কার্যক্রম যেন অব্যাহত থাকে। আমরা ডেঙ্গতে যেন না পড়ি সে জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে।’

সড়কে জীবাণুনাশক ছেটানো হয়েছে এবং কয়েকটি স্থানে হাত ধোয়ার পানির ড্রাম বসিয়েছে সিটি করপোরেশন। এদিকে, ‘এক মুঠো চাল সংগ্রহ’ নামে ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে সক্রিয় বাসদসহ কয়েকটি সামাজিক সংগঠন। অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই।

এ প্রসঙ্গে বাসদের বরিশাল জেলা সংসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘শ্রমিক যারা দিন আনে দিন খায়, তাদের ঘরে অভুুক্ত অবস্থা চলছে। তাদের জন্য আমরা বাড়ি বাড়ি যেয়ে মুষ্টির চাল তুলছি। সেটা আমরা শ্রমিকদের মধ্যে বিতরণ করবো।’

কেবল ভোটের আগে নয়, করোনা-ডেঙ্গুসহ সব বিপর্যয়ে জনপ্রতিনিধিরা জনগণের পাশে থাকবে, এমন প্রত্যাশা বরিশালবাসীর।

সূত্র: ডিবিসি নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD