শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
বরিশাল নগরী ও জেলার ১০টি উপজেলায় দেশের বাহির থেকে যারা এসেছে তাদের মধ্যে এপর্যন্ত ৬৬০ ব্যাক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ১৮৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
বর্তমানে ৪৭২ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
গত ২৪ ঘন্টায় ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া এবং ২১ ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটের করোনা ওয়ার্ডে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।
এ তথ্য জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো:মনোয়ার হোসেন।
অপরদিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এক হাজার পিপিই এসে পৌচেছে। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য ২ টি মিনিবাস নির্ধারিত রুটে চলাচল করবে।
বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।