বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় আরো ৩ রোগী করোনা সন্দেহে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানাগেছে, কাশি ও জ্বর নিয়ে বরিশাল সদর উপজেলার চাঁদকাঠি এলাকার বিধি আক্তার (২৬) বুধবার (২৫ মার্চ) দুপুরে ভর্তি হন।
এছাড়া একই দিন বিকেলে একই কারণে আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রামের তৃষ্ণা (৪৫) এবং এর আগে মঙ্গলবার মধ্যরাতে পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদি এলাকার নোমান (২৫) ভর্তি হন।
গত ২৩ মার্চ সন্ধ্যায় বরিশাল নগরের বাজাররোড এলাকার শাওন (২৩) ও একই দিন রাত ৯ টায় বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে ২ যুবককে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
উল্লেখ্য, এ হাসপাতালে এ নিয়ে ৭ জন রোগী করোনা সন্দেহে ভর্তি হয়, যারমধ্যে ২ জন এরইমধ্যে ছারপত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে।