শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার নগরীর বালুর মাঠ ও বরফ কল বস্তি এলাকায় সাধারণ মানুষের মাঝে নিজ উদ্যেগে একজন ছাত্রদল নেত্রী এবং একজন মহিলা দল নেত্রী এই মাস্ক বিতরণ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জান্নাতুল নওরিন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু এই মাস্কগুলো সাধারণ মানুষদের পরিয়ে দেন।
এই দুই নেত্রী জানান, সারাদিন বরিশালের বালুর মাঠ এবং বরফ কল বস্তি এলাকায় কাজ করে বুঝতে পারলাম পিছিয়ে পরা এসকল জনগোষ্ঠী করোনা ভাইরাস শব্দটি মাত্র শুনেছে কিন্তু এর করনীয় বা সতর্কতা সম্পর্কে কারোরই কিছু জানা নেই। এক্ষেত্রে সকল সংগঠন গুলো যদি দয়া করে সোচ্চার হয়ে ব্যনার, ফেষ্টুন, মাইকিং বিভিন্ন পন্থায় শোডাউন না দিয়ে এদের একটু সচেতন করার চেষ্টা করতেন তবে আমার মনে হয় ইনশাআল্লাহ পুরো দেশে এই দূর্যোগ মোকাবেলা বহুগুণ সহজ হবে।