সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
বরিশালে করোনা সংক্রামন এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারনা এবং সাবান ও হাত ধোয়ার সামগ্রী বিতরন করেছে বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদররোড,কাটপট্ট্রি সহ বিভিন্ন এলাকা ঘুরে পথচারী, রিক্সা চালক ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে করোনা সংক্রামন এড়াতে সচেতনতা সৃষ্টি করেন দক্ষিন জেলা বিএনপি নেতারা। তাদের মাঝে সাবান এবং হাত ধোয়ার তরল পদার্থ বিতরন করেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা (দক্ষিন) জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, কোতয়ালী বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মির্জা রিয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ মার্চ করোনা বিষয়ে সচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীর সদর রোডে লিফলেট বিতরন করেন মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এর আগে করোনা বিষয়ে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীতে প্রচারপত্র বিলি করেন বাসদ নেতৃবৃন্দ।