শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
বিদেশ থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশ অমান্য করায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় তিন প্রবাসীকে জরিমানা করা হয়েছে।
সোহাগ হাওলাদার জানান, বিদেশ থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশ অমান্য করায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় নেদারল্যান্ড, কাতার ও ওমানফেতর তিনজনকে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী তাদের কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও বাইরে ঘোরাফেরা করছিলেন। তাই তাদের জরিমানা করা হয়েছে।
তাদের মধ্যে ওমানফেতর প্রবাসীকে ৫ হাজার টাকা, কাতারফেতর প্রবাসীকে ১০ হাজার টাকা ও নেদারল্যান্ডফেরত প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান ইউএনও।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবুল খায়ের রাসেল জানান, বিভিন্ন দেশ থেকে ৩০ জনেরও বেশি প্রবাসী রাজাপুরের নিজ বাড়িতে ফিরেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।