বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সরকারি বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপ।
আজ রোববার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে কার্যক্রমের উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার।
কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ বরিশাল জেলা রোভারের কমিশনার এস.এম. তাইজুল ইসলাম ও সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম।
কার্যক্রমের শুরুতেই অত্র গ্রুপের সম্পাদক এ কে এম সামসুর রহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভাইরাস প্রতিরোধে কি কি করনীয় তা উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে বললেন, যেহেতু ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করা সহজ ব্যাপার নয় তাই আমাদের প্রধান করনীয় হবে সচেতন থাকা। এই ভাইরাস মূলত ১ মিটারের মধ্যে চলাফেরা করে এবং ওই ১ মিটারের মধ্যে আসা প্রাণীকে সংক্রমিত করে।
গ্রুপের সহ-সভাপতি ড. মোঃ গোলাম কিবরিয়া করোনা ভাইরাসের লক্ষন সংক্রান্ত সকল তথ্য উপস্থিত রোভার ও ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থাপন করেন।
গার্ল-ইন-রোভার স্কাউট লিডার নাজমাতুস্ সাকিবা তার বক্তব্যে বলেন, এই ভাইরাস নাক, চোখ এবং মুখ থেকে প্রাণীর দেহে প্রবেশ করে। আর গবেষণায় দেখা গেছে মানুষ তার অজান্তেই তার নাকে ও মুখে গড়ে ২০-৩০ বার হাত দেয়। এই হাতে থাকা জীবানু এতে করে অতি সহজেই প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। তাই তিনি বিশেষ ভাবে হাত ধোয়ার প্রতি গুরুত্ব দিতে বলেছেন।
রোভার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষন দেখা যায় এবং ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়গুলো মাইকিং ও লিফলেট বিতরন করেন রোভার জয়দেব হালদার, রোভার ফারজানা আক্তার এবং রোভার ইমন হোসেন তালুকদার ।
কার্যক্রমে বিএম কলেজের ৯৩ জন রোভার অংশগ্রহণ করে।