রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
বরিশাল-২আসনের বিএনপির মনোনিত প্রার্থী বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এর সরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে তথ্য গোপেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বিকেলে নির্বাচন কমিশনের অপিল বিভাগে লিখিত অভিযাগ দেওয়া হয়েছে। বানারীপাড়া উপজেলার জনৈক্য ভোটার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্রের সাথে দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে রমনা থানায় দায়ের হওয়া মামল এবং ইন্সপেক্টরেট বাংলাদেশ লিমিটেড এর পরিচালক থাকলেও তিনি ওই তথ্য গোপন করেছে। অভিযোগে আরো উল্লেখ করা হয় ২০১২ সালে ১ ফেব্রায়ারী দূনীতিম আইনের ২৬ ও ২৭ ধারা দূর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে রমনা থাকায় ওই মামলা টি দায়ের করা হয়েছিলো। মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়া ২০০৮সালে ইন্সপেক্টরেট বাংলাদেশ লিমিটেড পরিচালক হিসেবে প্রায় একশত ৬২ হাজার রাজস্ব ফাঁকি দেওয়ার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। যে মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার স্ত্রী ও নির্ভরশীলদেও বিপুর পরিমানের সম্পাদ থাকলেও তিনি তা হলফ নায় উল্লেখ্য করেনি। যার তথ্য হলফনামা উল্লেখ্য করা হয়নি। নির্বাচন কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সান্টুর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে।