বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
বরিশাল নগরীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ পতিতাসহ ১৫ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর পোর্ট রোডস্থ হোটেল জোনাকি ও হোটেল গালিবে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে ৯ জন পতিতা, ৪ জন খদ্দের ও দু’জন হোটেল ম্যানেজার বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেয়া কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, ‘হোটেল জোনাকি ও হোটেল গালিবে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই মহিউদ্দিন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে নগরীর চকবাজার হোটেল পাতারহাটে অভিযান পরিচালনা করেন এসআই মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বাধীন পুলিশের টিম।
ওই দিনও হোটেল থেকে ১৫ জনকে আটক করে তারা। এর মধ্যে ৭ জন পতিতা, ৬ জন খদ্দের ও দু’জন হোটেল ম্যানেজারকে আটক করা হয়। আবাসিক হোটেল ব্যবসার আড়ালে পতিতা ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআই মহিউদ্দিন।