বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তিদনদিন ব্যাপী জীবনানন্দ দাশ মেলা ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় এই মেলার উদ্বোধণ করেন কলেজের উপাধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।
বিএম কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মোঃ জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে মেলা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলমিন সরোয়ার, উদীচী শিল্পীগোষ্ঠি বরিশাল সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বিএম কলেজ ইংরাজি বিভাগের প্রভাষক সংগিতা সরকার, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক কাজী রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নাজমুল হোসেন আকাশ ও মেলার উদ্যেক্তা সৈয়দ মেহেদী হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাকিল আহমেদ।
পরে সরকারী বিএম কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক সংগিতা সরকারের লেখা ‘জীবন এক জ্যামিতি’ নামের বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন: