শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো-ব্যারিস্টার ফুয়াদ বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন বাউফলে ‘খেলাফত মজলিস’ উপজেলা শাখার কমিটি গঠন কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন মেহেন্দিগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
বরিশালের নদীতে চলছে কয়েক’শ অবৈধ কার্গো-বাল্কহেড

বরিশালের নদীতে চলছে কয়েক’শ অবৈধ কার্গো-বাল্কহেড

Sharing is caring!

নদী বেষ্টিত পুরো বরিশাল বিভাগে চলছে শত শত অবৈধ নৌযান। জনবল সংকট এবং যথেষ্ট তদারকির অভাবে অবৈধ কার্গো ও বাল্কহেড দেদারছে যাতায়াত করছে বরিশালের নদী পথ থেকে।

বিআইডব্লিউটিএ’র দায়সারা ভাবের কারণে তেমন কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না এসব নৌ যানের বিরুদ্ধে। তবে নৌ পরিবহণ অধিদপ্তর বরিশালের কর্মকর্তাদের দাবী, তারা অভিযান অব্যাহত রাখছে। করা হচ্ছে জরিমানা ও মামলা।

জানা গেছে, সন্ধ্যা, সুগন্ধা, আঁড়িয়াল খা, কালাবদর, পায়রা, ইলিশা, বিষখালি, বুড়াগৌড়াঙ্গ, কীর্তনখোলা, মেঘনা, লোহালিয়া, আন্ধারমানিক, তেঁতুলিয়া ও আগুনমুখাসহ বেশ কয়েকটি নদ-নদী রয়েছে পুরো বরিশাল বিভাগে। দেশের বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে এবং এই অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে পন্য পরিবহণ করে থাকে কার্গো ও বাল্কহেডগুলো। তবে দিনে এবং বিশেষ করে রাতে প্রতিদিন কয়েক’শ অবৈধ (সার্ভে সনদ বিহীন) কার্গো ও বাল্কহেড চলাচল করে থাকে এই নদ নদীতে।

বিআইডব্লিউটিএ বরিশালের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, পুরো বরিশালে কম করে হলেও ৬শ’ অবৈধ কার্গো ও বাল্কহেড পন্য পরিবহনের কাজ করে থাকে। নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও জনবল সংকট ও নিরাপত্তাহীণতার কারণে অভিযানে ধীরগতির সৃষ্টি হয়। তাছাড়া বিভাগের অন্য জেলায় অভিযান পরিচালনা করতে হলে বরিশাল থেকে কর্মকর্তাদের গিয়ে অভিযান পরিচালনা করতে হয়। এছাড়া বিশাল এই নদী মাতৃক এলাকায় ইন্সপেক্টরই রয়েছে মাত্র দুইজন।

এদিকে নৌ পরিবহন অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, অভিযান পরিচালনা করা হয় তবে সেটা তেমন কার্যকরি হয়না। অনেক সময় নিরাপত্তার অভাবে অভিযান ফলপ্রসূ হয়না। এর মধ্যেও অভিযান পরিচালনা করা হয়, তবে বেশীর ভাগ অবৈধ কার্গো বা বাল্কহেডই চোখের আড়াল থেকে বের হয়ে যায়। রাতে এসব নৌ যান চলাচল করলে আমাদের পক্ষে সেটা আটক করা সম্ভব হয়না। এর মধ্যেও গত এক বছরেও ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় পুরো বরিশাল বিভাগে। এতে ১৮০টি মামলা দায়ের করা হয়েছে, যাতে ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া ১শ টি কার্গো এবং বাল্কহেড আটক করা হয় এই অভিযানে, যাদের কোনো সার্ভে সনদই ছিলো না।

এদিকে এই দপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, অবৈধ নৌ যানের বিরুদ্ধে অভিযানে গিয়ে বিব্রতকর অবস্থায় পরতে হয় বেশী। এসব নৌযান আটক করা হলে তারা তাদের মালিককে ফোনে ধরিয়ে দেয় এবং ফোনের অপর প্রান্তে থাকা মালিক নেতা পরিচয় দিয়ে অকত্থ ভাষায় গালাগাল এবং বদলি করে দেওয়ার হুমকি প্রদান করে। যেটা আমরা মন্ত্রণালয়েও অবহিত করেছি। অবৈধ নৌ যানের বেশীরভাগই আসে নারায়ণগঞ্জ থেকে। আমরা কঠোর অবস্থানে রয়েছি। তবে আমাদের জনবল ও নিরাপত্তা আরো জোড়দার করা হলে অবৈধ নৌ যান বন্ধে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবো। তাছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরষের মধ্যেই ভূত রয়েছে। আমাদের এই দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ জরুরী। কেননা কয়েকজনের কারণেও আমাদের অভিযানে সমস্যা হয়ে থাকে।

এসকল বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তর বরিশালের ইঞ্জিনিয়ার ও শীপ সার্ভেয়ার আবু হেলাল সিদ্দিকী বলেন, অবৈধ নৌ যানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমরা পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরিশাল জেলা ও কলাপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। আমাকেই পুরো বিভাগে যেতে হয় অভিযান পরিচালনা করতে। আমরা তৎপর এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করছি অবৈধ বাল্কহেড ও কার্গোর বিরুদ্ধে।

সূত্র: যুগান্তর

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD