বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর আবারো ওই দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার কলেজের মূল ভবনের সামনে সংঘর্ষের পর বুধবার দুপুরে সশস্ত্র মহড়া ও মারামারি এবং সন্ধ্যায় আবারো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পরবর্তীতে রাতে কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ বহিরাগতদের বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
একপর্যায়ে রাত সারে ৮টার দিকে কলেজ অধ্যক্ষ ও কোতয়ালী মডেল থানা পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় ছাত্রলীগের কর্মীরা।
কলেজ সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী ফাহিমের সাথে জাফরের দ্বন্দ হয়। দুই গ্রুপের মারামারির এক পর্যায়ে কলেজ প্রশাসন বিষয়টি মীমাংসা করে দেয়। মীমাংসার পরেও জাফর বুধবার দুপুরে ক্যাম্পাসে মহড়া দেয়। পরে সে আলিফ হোসেন হীরা নামে এক বহিরাগত ছাত্রলীগ কর্মীকে গালাগাল করে জাফর। এসময় হীরা জাফরকে মারধর করলে দুই গ্রুপের মধ্যে আবারো মারামারি হয়। এই ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যার পর উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিলে আবারো মারামারি হয় কলেজের বাস্কেটগ্রাউন্ডে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে লাঠি সোটা নিয়ে ছাত্রলীগ কর্মী জাফর ও তার অনুসারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং দীর্ঘ সময় কলেজের সামনের সড়ক অবরোধ করে বহিরাগতদের বিরুদ্ধে ছাত্রলীগের কর্মীরা। পরে কলেজ অধ্যক্ষ ও কোতয়ালী মডেল থানা পুলিশের ওসির আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেয় ছাত্রলীগ কর্মীরা।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের সুযোগ নেই। সুতরাং আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি।
কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার বলেন, মঙ্গলবার দুই গ্রুপের মধ্যে একটি ঝামেলা হয়। বিষয়টি মীমাংসা করা হয়, কিন্তু সেই সূত্র ধরেই বুধবার আবারো ঝামেলা হয়। বিষয়টি আমরা কঠোর ভাবে দেখছি।