শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রাজপথের আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন করা হবে ।। নেছার উদ্দিন জাফর বিদ্যালয়ের ভবন নির্মান কাজের অনিয়মের অভিযোগ। কাজ বন্ধ কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর
বিএম ক‌লে‌জে ছাত্রলী‌গের ম‌ধ্যে হামলা-পাল্টা হামলা, সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ

বিএম ক‌লে‌জে ছাত্রলী‌গের ম‌ধ্যে হামলা-পাল্টা হামলা, সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ

Sharing is caring!

ব‌রিশাল ব্রজ‌মোহন (বিএম) ক‌লে‌জে ক্রি‌কেট খেলা‌কে কেন্দ্র ক‌রে ছাত্রলী‌গের দুই গ্রু‌পের সংঘ‌র্ষের পর আবা‌রো ওই দুই গ্রু‌পের ম‌ধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘ‌টে‌ছে।

মঙ্গলবার ক‌লে‌জের মূল ভব‌নের সাম‌নে সংঘ‌র্ষের পর বুধবার দুপু‌রে সশস্ত্র মহড়া ও মারামা‌রি এবং সন্ধ্যায় আবা‌রো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘ‌টে‌ছে। পরবর্তী‌তে রা‌তে ক‌লেজ ছাত্রলী‌গের এক‌টি গ্রুপ ব‌হিরাগত‌দের বিরু‌দ্ধে লা‌ঠি সোটা নি‌য়ে ‌বি‌ক্ষোভ ও সড়ক অব‌রোধ ক‌রে।

একপর্যা‌য়ে রাত সা‌রে ৮টার দি‌কে ক‌লেজ অধ্যক্ষ ও কোতয়ালী ম‌ডেল থানা পুলি‌শের আশ্বা‌সে সড়ক অব‌রোধ তু‌লে নেয় ছাত্রলী‌গের কর্মীরা।

ক‌লেজ সূ‌ত্রে জানা গে‌ছে, ক্রি‌কেট খেলা‌কে কেন্দ্র ক‌রে মঙ্গলবার দুপু‌রে ছাত্রলীগ কর্মী ফা‌হিমের সা‌থে জাফ‌রের দ্বন্দ হয়। দুই গ্রু‌পের মারামা‌রির এক পর্যা‌য়ে ক‌লেজ প্রশাসন বিষয়‌টি মীমাংসা করে দেয়। মীমাংসার প‌রেও জাফর বুধবার দুপু‌রে ক্যাম্পা‌সে মহড়া দেয়। প‌রে সে আলিফ হো‌সেন হীরা না‌মে এক ব‌হিরাগত ছাত্রলীগ কর্মী‌কে গালাগাল ক‌রে জাফর। এসময় হীরা জাফর‌কে মারধর কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে আবা‌রো মারামা‌রি হয়। এই ঘটনার জের ধ‌রে বুধবার সন্ধ্যার পর উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নি‌য়ে অবস্থান নি‌লে আবা‌রো মারামা‌রি হয় ক‌লে‌জের বা‌স্কেটগ্রাউ‌ন্ডে। একপর্যা‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে এ‌সে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনে। পরবর্তী‌তে লা‌ঠি সোটা নি‌য়ে ছাত্রলীগ কর্মী জাফর ও তার অনুসারীরা ক্যাম্পা‌সে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে এবং দীর্ঘ সময় ক‌লে‌জের সাম‌নের সড়ক অব‌রোধ ক‌রে ব‌হিরাগত‌দের বিরু‌দ্ধে ছাত্রলী‌গের কর্মীরা। প‌রে ক‌লেজ অধ্যক্ষ ও কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ও‌সির আশ্বাসে সড়কের অব‌রোধ তু‌লে নেয় ছাত্রলীগ কর্মীরা।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি নুরুল ইসলাম জানান, ক্যাম্পা‌সে ব‌হিরাগত‌দের প্র‌বে‌শের সু‌যোগ নেই। সুতরাং আমরা বিষয়‌টি ক‌ঠোরভা‌বে দেখ‌ছি।

ক‌লেজ অধ্যক্ষ শ‌ফিকুর রহমান সিকদার ব‌লেন, মঙ্গলবার দুই গ্রু‌পের ম‌ধ্যে এক‌টি ঝা‌মেলা হয়। বিষয়‌টি মীমাংসা করা হয়, কিন্তু সেই সূত্র ধ‌রেই বুধবার আবা‌রো ঝা‌মেলা হয়। বিষয়‌টি আমরা ক‌ঠোর ভা‌বে দেখ‌ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD