বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া কলাপাড়ায় মরা খালে দখলদারের ছোবল বরিশালে বেলতলা খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে চরমোনাইতে মানববন্ধন বরিশালে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্দ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কলাপাড়ায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বৃদ্ধের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ দুটি ইটভাটা বাউফল কলেজ শাখা ছাত্রদলের, বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক আটক কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার বনশ্রী স্বর্ণ ডাকাতি মামলায় বাউফলের দুই সোনার ছেলে গ্রেফতার অবশেষে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
বিএম ক‌লে‌জে ছাত্রলী‌গের ম‌ধ্যে হামলা-পাল্টা হামলা, সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ

বিএম ক‌লে‌জে ছাত্রলী‌গের ম‌ধ্যে হামলা-পাল্টা হামলা, সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ

Sharing is caring!

ব‌রিশাল ব্রজ‌মোহন (বিএম) ক‌লে‌জে ক্রি‌কেট খেলা‌কে কেন্দ্র ক‌রে ছাত্রলী‌গের দুই গ্রু‌পের সংঘ‌র্ষের পর আবা‌রো ওই দুই গ্রু‌পের ম‌ধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘ‌টে‌ছে।

মঙ্গলবার ক‌লে‌জের মূল ভব‌নের সাম‌নে সংঘ‌র্ষের পর বুধবার দুপু‌রে সশস্ত্র মহড়া ও মারামা‌রি এবং সন্ধ্যায় আবা‌রো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘ‌টে‌ছে। পরবর্তী‌তে রা‌তে ক‌লেজ ছাত্রলী‌গের এক‌টি গ্রুপ ব‌হিরাগত‌দের বিরু‌দ্ধে লা‌ঠি সোটা নি‌য়ে ‌বি‌ক্ষোভ ও সড়ক অব‌রোধ ক‌রে।

একপর্যা‌য়ে রাত সা‌রে ৮টার দি‌কে ক‌লেজ অধ্যক্ষ ও কোতয়ালী ম‌ডেল থানা পুলি‌শের আশ্বা‌সে সড়ক অব‌রোধ তু‌লে নেয় ছাত্রলী‌গের কর্মীরা।

ক‌লেজ সূ‌ত্রে জানা গে‌ছে, ক্রি‌কেট খেলা‌কে কেন্দ্র ক‌রে মঙ্গলবার দুপু‌রে ছাত্রলীগ কর্মী ফা‌হিমের সা‌থে জাফ‌রের দ্বন্দ হয়। দুই গ্রু‌পের মারামা‌রির এক পর্যা‌য়ে ক‌লেজ প্রশাসন বিষয়‌টি মীমাংসা করে দেয়। মীমাংসার প‌রেও জাফর বুধবার দুপু‌রে ক্যাম্পা‌সে মহড়া দেয়। প‌রে সে আলিফ হো‌সেন হীরা না‌মে এক ব‌হিরাগত ছাত্রলীগ কর্মী‌কে গালাগাল ক‌রে জাফর। এসময় হীরা জাফর‌কে মারধর কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে আবা‌রো মারামা‌রি হয়। এই ঘটনার জের ধ‌রে বুধবার সন্ধ্যার পর উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নি‌য়ে অবস্থান নি‌লে আবা‌রো মারামা‌রি হয় ক‌লে‌জের বা‌স্কেটগ্রাউ‌ন্ডে। একপর্যা‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে এ‌সে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনে। পরবর্তী‌তে লা‌ঠি সোটা নি‌য়ে ছাত্রলীগ কর্মী জাফর ও তার অনুসারীরা ক্যাম্পা‌সে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে এবং দীর্ঘ সময় ক‌লে‌জের সাম‌নের সড়ক অব‌রোধ ক‌রে ব‌হিরাগত‌দের বিরু‌দ্ধে ছাত্রলী‌গের কর্মীরা। প‌রে ক‌লেজ অধ্যক্ষ ও কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ও‌সির আশ্বাসে সড়কের অব‌রোধ তু‌লে নেয় ছাত্রলীগ কর্মীরা।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি নুরুল ইসলাম জানান, ক্যাম্পা‌সে ব‌হিরাগত‌দের প্র‌বে‌শের সু‌যোগ নেই। সুতরাং আমরা বিষয়‌টি ক‌ঠোরভা‌বে দেখ‌ছি।

ক‌লেজ অধ্যক্ষ শ‌ফিকুর রহমান সিকদার ব‌লেন, মঙ্গলবার দুই গ্রু‌পের ম‌ধ্যে এক‌টি ঝা‌মেলা হয়। বিষয়‌টি মীমাংসা করা হয়, কিন্তু সেই সূত্র ধ‌রেই বুধবার আবা‌রো ঝা‌মেলা হয়। বিষয়‌টি আমরা ক‌ঠোর ভা‌বে দেখ‌ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD