শনিবার, ১০ মে ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় দেনার দায়ে এক পোল্ট্রি ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মৃত সিরাজ গোমস্তা (৪৫) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের মৃত শামচুল হক গোমস্তার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ গোমস্তা বিভিন্নভাবে ঋন নিয়ে বাড়িতে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে আসছিল।
সম্প্রতি ওই ফার্মের অনেক মুরগী মারা যাওয়ায় অনেক টাকা ক্ষতি হয়ে যায় তার। ফলে ঋনের টাকা পরিশোধ করা নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পরেন।
সোমবার বিকেলে ফার্মে বসে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম।