শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ডাক্তারদের অবহেলায় স্কুল ছাত্র আরদিন খান অভির মৃুত্যর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী শহরের লোহালিয়া খেয়াঘাটের অপরপ্রান্তে ওই ইউনিয়নের সহস্রাধিক মানুষ এ কর্মসূচী পালন করেন।
এসময় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডাক্তার সাইদুজ্জামান, তৎকালীন জরুরী বিভাগের ডাক্তার মোঃ আনোয়ার উল্লাহ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক্ষ মাজহারুল ইসলাম, জুনিয়র কন্সালট্যান্ট শামীম আল আজাদ,ডাক্তার তারেক হাসান এবং সিনিয়র স্টাফ নার্স আফসানা বেগমকে অভিযুক্ত করা হয়।
মানববন্ধনে নিহত আরদিন খান অভির পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন-২০১৯ সালের ২৫ আগষ্ট পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র আরদিন খান অভির পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়। ডাক্তারদের দায়িত্ব অবহেলায় ঘটনা ধামাচাপা দিয়ে বিষ ক্রিয়ায় অভির মৃত্যু হয়েছে বলে ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করেন। কিন্তু সম্প্রতি ফরেনসিক রিপোর্টে বলা হয় অভির মৃত্যু বিষ ক্রিয়ায় হয়নি। পরে নিহতর পরিবার আদালতে মামলা দায়ের করলে বিভিন্ন মহল থেকে প্রভাব বিস্তার করা হয় মামলা উঠাতে।
অভির পিতা আনোয়ার হোসেন আভিযোগ করে বলেন-অভির মৃত্যুর পরে পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব অবহেলায় ঘটনা ধামাচাপা দিতে বিষ ক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে পুলিশকে অবহিত করেন। ওই সময় প্রভাবশালী মহল থেকে মামলা না করার হুশিয়ারি দেয়া হয়্। কিন্তু ভিসারা রিপোর্ট হাতে পেয়ে দেখি অভি কোন প্রকার বিষ পান করেনি।