শনিবার, ১০ মে ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
ইঁদুর মারার জন্য ফাঁদের নিজের দেয়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবসত জড়িয়ে দুলাল সরদার (৫০) নামের এক শ্রমীকের মৃত্যু ঘটেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা আনুমানিক আড়াইটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের সোহেল সরদারের মাছের ঘেরে দীর্ঘদিন থেকে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন একই গ্রামের মৃত আজাহার সরদারের পুত্র দুলাল সরদার। ঘেরের চারিপাশের সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব্য ঠেকাতে বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে দেয়া হয়। শ্রমিক দুলাল সরদার প্রতিদিন নিজেই ওই তার খুলে ঘেরে কাজ করতে যান।
শনিবার অসাবধানতাবশত বৈদ্যুতিক তার না খুলেই ঘেরে প্রবেশ করে তিনি তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক দেওয়ান আব্দুস ছালাম তাকে মৃত বলে ঘোষণা করেন।