শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….. রাজিউন)।
তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ যোহর সদররোডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বাদ আসর নিজ বাড়ি বরিশাল শহরতলীর মহাবাজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের জানাজায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
পরে জানাযা নামাজ শেষে প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক,সাংস্কৃতিক, সুশিল সমাজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটি ফুলের শ্রদ্ধা জনান।