বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
অবৈর্ধভাবে রেকর্ড রুমে অনুপ্রবেশের দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় রেকর্ড রুমে বিনা অনুমতিতে অনুপ্রবেশ ও অফিসের ভেতর ঢুকে অফিস ফাইল থেকে স্বাক্ষরিত আবেদনপত্র সরিয়ে নেয়ার পাশাপাশি জনগনকে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. খলিল সরদার (৫৫) ও মো. কাওছার মৃধা (৪৩)।
এসময় ভ্রাম্যমান আদালত গ্রেপ্তারকৃতদের সাত দিনের কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, রেকর্ড রুমে অনুপ্রবেশ এবং রেকর্ড রুমকে ঘিরে বাণিজ্যে লিপ্ত থাকার বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।