শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
বরিশালে শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে পুষ্প্য স্থাপক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৬৯ এর গনঅভ্যুথানে বরিশাল বিভাগে প্রথম শহীদ আলাউদ্দিনের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সকাল ১০ টায় শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি বরিশাল জিলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, স্মৃতি সংসদের সাধারন সম্পাদক বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল নাগরিক পারিষদের সভাপতি ডাঃ মিজানুর রহমান ,জেলা বাসদের সদস্য সচিব মনিষা চক্রবর্তী।
এর আগে হল চত্বরে শহীদ আলাউদ্দিনের অস্থায়ী প্রতিকৃতিতে শহীদ আলাউদিন স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য ১৯৬৯ সলে গনঅভ্যুথানের সময়ে ২৮ জানুয়ারী তৎকালীন পাকিস্থানী স্বৈরাশাসকদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বরিশাল এ কে স্কুলের নবম শ্রেনীর ছাত্র আলাউদ্দিন ইপিআরের গুলিতে নিহত হন ।