বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতের দাবীতে বরিশালে ৪ ঘন্টার কর্মবিরতি পালন করছে বরিশাল জেলা প্রশাসনের কর্মচারীরা।
আজ বরিশাল জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির ডাকা সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৪ ঘন্টার কর্মবিরতি পালন করে আন্দোলকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ২০১৮ সালে মন্ত্রী পরিষদের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যেসব নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বাস্তবায়িত হয়নি। বরং ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত স্থায়ী কমিটির সভায় যেসব সুপারিশ করেছিল তাই এখনো বাস্তবায়ন হয়নি।
তাদের দাবী মেনে না নেয়া হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন।