শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রাজপথের আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন করা হবে ।। নেছার উদ্দিন জাফর বিদ্যালয়ের ভবন নির্মান কাজের অনিয়মের অভিযোগ। কাজ বন্ধ কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর
বরিশাল নদী বন্দরে যাত্রীদের ব্যাগ চুরি করছে থ্রি হুইলার চালকরা

বরিশাল নদী বন্দরে যাত্রীদের ব্যাগ চুরি করছে থ্রি হুইলার চালকরা

Sharing is caring!

বরিশাল নদী বন্দরে যাত্রীদের হয়রানির পর তাদের কাছ থেকে ব্যাগ চুরির ঘটনা ঘটছে অহরহ। অভিযোগ উঠেছে নদী বন্দরের সামনে থাকা যত্রতত্র ভাবে গাড়ি পার্কিং করে রাখা থ্রি হুইলার চালকরাই এই ঘটনা ঘটাচ্ছে। বিষয়টির প্রমানও মিলেছে। বৃহস্পতিবার চুরির বিষয়টি প্রমানিত হওয়ায় শাহিন নামের এক থ্রি হুইলার চালককেও আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে এর আগে নৌ পুলিশ এবং থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হলেও তারা বিষয়টি গুরুত্ব না দেওয়ার চুরির ঘটনা একের পর এক বাড়তেই থাকে।

বরিশাল নদী বন্দরের লঞ্চ লেবাররা জানান, যাত্রীরা বরিশাল নৌ বন্দরে পৌছানোর পরেই শুরু হয় থ্রি হুইলার চালকদের দৌড়াত্ম্য। এর জোড় করে যাত্রীদের ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। পরে কাউকে খুঁজে পাওয়া যায় আবার অনেককে পাওয়া যায়না। বিষয়টি নিয়ে যাত্রীরা বরিশাল নদী বন্দর কর্মকর্তার কাছে অভিযোগও দেয়। কিন্তু কোনো কিছুতেই চুরি বন্ধ করা যাচ্ছিলো না।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, নদী বন্দরের সামনে থ্রি হুইলার চালকরা যত্রতত্র ভাবে গাড়ি পার্কি করে থাকে। সে বিষয়েও একাধিকবার নিষেধ করা হয়েছে। পরে যাত্রীদের কাছ থেকে ব্যাগ চুরির বেশ কয়েকটি ঘটনার পর থ্রি হুইলার চালক বেশে চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশ সুপার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি লিখিতভাবে জানানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেয়ায় এই সমস্যা আরো তীব্র আকার ধারণ করে।

পরে বৃহস্পতিবার এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে শাহিন নামের এক থ্রি হুইলার চালককে আটক করা হয়। যাত্রীদের যাতে আর কোনো ভোগান্তি না হয় সেজন্য নৌ বন্দর থেকে আরো জোড়দার পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD