বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া কলাপাড়ায় মরা খালে দখলদারের ছোবল বরিশালে বেলতলা খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে চরমোনাইতে মানববন্ধন বরিশালে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্দ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কলাপাড়ায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বৃদ্ধের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ দুটি ইটভাটা বাউফল কলেজ শাখা ছাত্রদলের, বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক আটক কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার বনশ্রী স্বর্ণ ডাকাতি মামলায় বাউফলের দুই সোনার ছেলে গ্রেফতার অবশেষে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ইফতার মাহফিল সম্পন্ন করতে সাবেক এম পি মেজবাহ উদ্দিন ফরহাদের প্রস্তুতি সভা
ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলোজির প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু 

ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলোজির প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু 

Sharing is caring!

বরিশাল জেলায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলোজির প্রয়োগ বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু  হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ  প্রশিক্ষাণ কর্মসূচি  শুরু হয়।

বরিশালের জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত আরডিসি ঊর্মি ভৌমিকের সচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম।

প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনদুর্ভোগ ও হয়রানি বন্ধে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন এর কোনো বিকল্প নেই। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।  এসময় তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ইনফরমেশন টেকনোলোজির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেবা প্রদানের অনুরোধ জানান।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনায় হয়রানি আর দুর্নীতি বন্ধ করতে দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড  এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু সেবা ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় আগের চেয়ে গ্রাহক সেবার মান ‍কিছুটা হলেও বেড়েছে।

তিনি আরো বলেন, ভলিউম, রেকর্ডপত্র ও পর্চা, নকশাসহ প্রয়োজনীয় নথি এখন যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে। যে পর্চা উত্তোলনে আগে মাসের পর মাস সময় লাগতো তা উত্তোলনে এখন সময় লাগছে অপেক্ষাকৃত কম। গত জুনের মধ্যে সারা দেশে ই-নামজারি ব্যবস্থা চালু হওয়ায় নামজারির জন্য র্দীঘদিন অপেক্ষা করতে হচ্ছে না, মাত্র ২৮ দিনেই নামজারি সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সেবা প্রদানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। তিনি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের সুফল জনগণের কাছে পৌঁছানোর  আহবান  জানান।

উল্লেখ্য, বরিশাল জেলার সর্বমোট ৩০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD