শনিবার, ১০ মে ২০২৫, ০২:০০ অপরাহ্ন
বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া এলাকায় র্যাবের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার ( ২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮ সদর দপ্তর।
আটকৃতরা হলো; মো. মিলন আকন (৩৫) বরিশাল নগরীর রুপাতলি এলাকার বাসিন্দা মো. সুলতান আকনের পুত্র। অপরজন মো. মকবুল হোসেন খান (৬০) ঝালকাঠি জেলার নলছিটি থানার গায়ালকাঠি গামের বাসিন্দা মৃত আফছার আলী খানের পুত্র।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়ার খয়রাবাদ ব্রীজে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিলন ও মকবুল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এদের দেহ তল্লাসী করলে ১৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
আটকদের বিরুদ্ধে বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।