বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১১ অপরাহ্ন
পূর্ব শক্রতার জেরধরে কাজী মামুন (৩০) নামের এক যুবকের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় আহত মামুনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২৮নং ওয়ার্ডের শেরেবাংলা সড়কের হরিপাশা এলাকায়।
মঙ্গলবার দুপুরে হাসপাতালে শষ্যাশয়ী ওই এলাকার কাজী মতিউর রহমানের পুত্র আহত কাজী মামুন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী (রাজমিস্ত্রী) কাজী রফিকুল ইসলামের সাথে তার ছোট ভাই কাজী মেহেদী হাসানের বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম তার ভাই মেহেদীকে মারধর করে। এসময় ছোটভাইকে রক্ষার জন্য তিনি (মামুন) এগিয়ে আসলে রফিকুল ইসলামের পুত্র সজিব লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় হত্যার উদ্দেশ্যে তাকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সজিব ও তার পিতা রফিকুল ইসলাম পালিয়ে যায়।
শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত মামুনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বীন ইসলাম জানান, এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।