শনিবার, ১২ Jul ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
বরিশালে কোষ্টগার্ডের অভিযানে ৬৫ মন জাটকা জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব জাটকা মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
এরআগে কোষ্টগার্ডের বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামালের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরিনিয়াবাত সেতুর ঢালের টোলপ্লাজায় চেকপোষ্ট বসানো হয়। পরে সেখানে বেপারী পরিবহনের দুটি ও অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৬৫ মন জাটকা জব্দ করা হয়। এসব জাটকা পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও কালাইয়া থেকে ঢাকায় পাচার করা হচ্ছিলো।