বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
মাদকবিরোধী প্রচারকালীন সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত খেলাঘর সংগঠক শহীদ জাকারিয়া হোসেন সুজন মোল্লার ২১তম মৃত্যুবার্ষিকী ও মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে বরিশালে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচী পালন করা হয়। সংগঠনের সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জগলুল হায়দার শাহীন, নিগার সুলতানা হনুফা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও সুজন হত্যাকারীদের বিচার হয়নি। এদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।