শনিবার, ১২ Jul ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
বরিশালে মামার তৈরী অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর দক্ষিন চকবাজার এলাকার বিউটি রোডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা গেছে, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ভবনের মালিক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর মামা কাজী মফিজুল ইসলাম কামালকে নোটিশ দেয়ার পরও তারা কোনো উদ্যেগ না নেয়ায় এই অভিযান চালানো হয়।
সূত্রমতে, প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বানিজ্যিক ভবন এর কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার। স্থানীয় জনগণ, অবৈধভাবে নির্মানের বিষয়ে সিটি কর্পোরেশনে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়। সেটি ভবন মালিক কর্তৃপক্ষ না শোনায় বুধবার নির্মানাধীন ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মান করা হচ্ছিল। ভবন মালিককে নিয়ম বহির্ভূতভাবে সড়কের জায়গার ওপর ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তা না শোনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়।