বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
বরিশালে পৃথক অভিযানে ৫১৪ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- দেলোয়ার হোসেন ও মিজান হাওলাদার।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ আজিমুল করিম জানান, বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানা এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজের পিছনে হোসনাবাদ এলাকা থেকে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ছোট বটতলা এলাকায় অভিযান চালিয়ে মিজান হাওলাদারকে ৪৬৪পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ৬ হাজার টাকা সহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।