বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছরে জেএসসি পরীক্ষায় পাশের হার বাড়েনি, তবে গত বছরের পাশের হার এবং এ বছরের পাশের হার একই রয়েছে। আর বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।
এবারে বরিশাল বোর্ডে মোট পাশের হার ৯৭.০৫ ভাগ, যা গত বছরও একই ছিলো। অপরদিকে গত বছর যেখানে জিপিএ-৫ ছিলো ৪ হাজার ৯০৬ সেখানে এবারে ৪২ টি বেড়ে জিপিএ-৫ এর সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৯৪৮ টি।
বোডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, মোট জিপিএ-৫ এর মধ্যে ছেলেদের থেকে মেয়েরা প্রায় দ্বিগুন জিপিএ-৫ পেয়েছে। যেখানে ছেলেরা পেয়েছে মাত্র ১ হাজার ৮ শত টি, সেখানে মেয়েরা পেয়েছে ৩ হাজার ১৪৮ টি।
আবার বিগত বছরের থেকে এ বছরে জেএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৩ হাজার ৯৮৫ জন। যারমধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ছিলো ৬১ হাজার ৬৪৬ শত জন। অপরদিকে গতবছর ৮৭২ জন পরীক্ষার্থী কম অংশ নেয়ায় এর সংখ্যা ছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। যারমধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী ছিলো ৬১ হাজার ৩ শত জন।
এছাড়াও এ বছর গত বছরের চেয়ে বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবছর ৪২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গত বছর ছিলো ৪৯ জন।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর জেএসসিতে পাশের হার গতবছরের হিসেবের সাথে সমান থাকলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।
আরও পড়ুন এখানে ক্লিক করে: **জেএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫।