বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
বরিশাল নগরের কাউনিয়ায় কাভার্ডভ্যানের চাপায় রেশমা বেগম (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কাউনিয়া বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রেশমা বেগম বরিশাল নগরে কাউনিয়া বিসিক এলাকায় অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর শ্রমিক ছিলেন। কর্মের কারণে সে তার স্বামী মাহবুব হোসেনের সাথে দীর্ঘ বছর ধরে বরিশাল নগরের কাউনিয়া এলাকার মিরা বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, কাভার্ড ভ্যানটিকে এর হেলপার চালনা করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর কাজ করছিলো। ওই সময় কাভার্ড ভ্যানের চাপায় রেশমা বেগম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
ঘটনার পরপরই হেলপার সাধীন মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সে বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মসজিদ সংলগ্ন আঃকুদ্দুস মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার এএসআই আজিম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপারসহ কাভার্ডভ্যানটিকে আটক করে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।