শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে
আ’লীগের মনোনয়ন পেলেন যারা

আ’লীগের মনোনয়ন পেলেন যারা

Sharing is caring!

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে মনোনীত করে চিঠি দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মনোনীত করা হয়েছে নোয়াখালী-৫ আসনে।
ঢাকা বিভাগ

শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), সৈয়দ অাশরাফুল ইসলাম ও মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), শাজাহান খান (মাদারীপুর-২), আসলামুল হক আসলাম (ঢাকা-১৪), সাদেক খান (ঢাকা-১৩), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), ডা. এনামুর রহমান (ঢাকা-১৯), ড. আব্দুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), নূর ই আলম চৌধুরী (মাদারীপুর-১), নজরুল ইসলাম বাবু, (নারায়ণগঞ্জ-২), জিল্লুর হাকিম (রাজবাড়ি-২), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), মেহের অাফরোজ চুমকি (গাজীপুর-৫), কাজী কেরামত অালী (রাজবাড়ী-১), হাজী মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), মৃনাল কান্তি দাস (মুন্সিগঞ্জ-৩), অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), ইলিয়াস উদ্দিন মোল্লাহ (ঢাকা-১৬), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), অাতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), কর্নেল (অব.) ফারুক খান (গোপালগঞ্জ-১)।

চট্টগ্রাম বিভাগ
ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০), মুজিবুল হক (কুমিল্লা-১১), মোহাম্মদ সুবেদ আলী ভূঁইয়া (কুমিল্লা-১), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আফসারুল আমীন (চট্টগ্রাম-১০) অাবু রেজা মোহাম্মদ নদভী (চট্টগ্রাম-১৫), এবিএম ফজলে করিম (চট্টগ্রাম-৬), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (চাঁদপুর-২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪), এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), অাব্দুল্লাহ অাল মামুন (লক্ষ্মীপুর-৪), ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), র অা ম উবায়দুল মুকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), রাজি মো. ফখরুল (কুমিল্লা-৪), অধ্যাপক আলী আশরাফ (কুমিল্লা-৭), মামুনুর রশীদ কিরণ (নোয়াখালী-৩), মহিউদ্দীন খান আলমগীর ও গোলাম রহমান (চাঁদপুর-১)।

রাজশাহী বিভাগ
প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), আয়েন উদ্দিন (রাজশাহী-৩), জুনাইদ অাহমেদ পলক (নাটোর-৩), শামসুল হক টুকু (পাবনা-১), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২) তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪), অাবদুল মমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), মকবুল হোসেন (পাবনা-৩), মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (নওগাঁ-৪), ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫)।

খুলনা বিভাগ

সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), রণজিত কুমার রায় (যশোর-৪), অালী অাজগর টগর (চুয়াডাঙ্গা-২), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), অা ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), মো. মোজাম্মেল হোসেন (বাগেরহাট-৪), মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩)।

বরিশাল বিভাগ
অামির হোসেন অামু (ঝালকাঠি-২), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), পঙ্কজ দেবনাথ (বরিশাল-৪), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১)।

সিলেট বিভাগ

ড. এ কে অাবদুল মোমেন (সিলেট-১), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২)।

রংপুর বিভাগ
শেখ হাসিনা (রংপুর-৬), মাহবুব আরা গিনি (গাইবান্ধা-২), মো. ফজলে রাব্বী মিয়া (গাইবান্ধা-৫), অাবুল কালাম অাহসানুল হক ডিউক চৌধুরী (রংপুর-২), জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), মজহারুল হক প্রধান (পঞ্চগড়-১)।

ময়মনসিংহ বিভাগ
ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪), মতিয়া চৌধুরী (শেরপুর-২), আতিউর রহমান অাতিক (শেরপুর-১), এ কে এম ফজলুল হক (শেরপুর-৩), মোসলেম উদ্দীন (ময়মনসিংহ -৬), মানু মজুমদার (নেত্রকোণা-১), আশরাফ আলী খান খসরু (নেত্রকোণা-২), অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), রেবেকা মমিন (নেত্রকোণা-৪), ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোণা-৫), অাবুল কালাম অাজাদ (জামালপুর-১)।
চিঠি নিয়ে বের হয়ে যাওয়ার সময় আসলামুল হক আসলাম সাংবাদিকদের জানান, দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে, কুমিল্লায়ও এ জোয়ার বইছে। আমাদের বিজয় নিশ্চিত।

এদিকে, মনোনীতদের চিঠি দেওয়া উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হন মনোনয়নপ্রত্যাশীদের অনুসারী নেতাকর্মীরা। গোটা এলাকায় উৎসবমুখর আমেজ তৈরি হয়। মনোনীতরা কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে উল্লাস প্রকাশ করতে থাকেন তারা। এসময় নৌকার পক্ষে স্লোগান মুখরিত করে তোলে চারপাশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD