বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঘরচাপা পড়ে হামেদ ফকির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১০ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার পর থেকে এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে ঝড়ো হওয়ার সঙ্গে কখনো মাঝারি কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।