বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর ও নাগরিক উদ্যেগ কমিটির আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই সময় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নূরবাহাদুর তালুকদার, উপজেলা নাগরিক উদ্যেগ কমিটির আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক নেছার উদ্দিন, সমাজ সেবক খান মতিউর রহমান
প্রমুখ। মানববন্ধন শেষে ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।