সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের গ্রেপ্তারের পেছনে নাটক আছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
রিজভীর দাবি, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশবিরোধী চুক্তি আড়াল করতেই সম্রাটকে আটকসহ ক্যাসিনো নাটক সাজানো হয়েছে।’
রবিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
ভারতের সঙ্গে সম্প্রতি সম্পাদিত বিভিন্ন চুক্তির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সমুদ্র বন্দর, ফেনী নদীর পানি এবং জ্বালানী সংকটময় দেশের গ্যাস ভারতের হাতে তুলে দেয়ার যে চুক্তি করা হলো, তা সুস্পষ্ট সংবিধান পরিপন্থী। চুক্তির ব্যাপারে সংসদসহ কোনো পর্যায়েই আলোচনা করেনি সরকার। তিস্তাসহ কোনো সমস্যার সমাধান করতে না পারলেও ক্ষমতায় টিকে থাকতে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে সরকার।