বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত বেগম জিয়ার সুস্থতার জন্য বরিশাল লৌহ শ্রমিক ইউনিয়নের দোয়া মুনাজাত আট দলের সমাবেশে চমক দেখালেন হিজলা-মেহেন্দিগঞ্জের দাঁড়িপাল্লা সমর্থকরা স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে ২ ডিসেম্বর: মাঠ পরিদর্শনে আট দলের নেতৃবৃন্দ বাকেরগঞ্জে মাঠ কাপাচ্ছে জামায়াত ও বিএনপি, বরিশালে বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের আলোচনা সভা মনোনয়ন বঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে দুমকি উপজেলা বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং আমন্ত্রণ পত্র বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ভূমি সেবা সহজীকরনে সাফল্য। কলাপাড়ায় চান্দিনাভিটি নবায়নে একদিনে ৬ লাখ টাকা আদায়
প্লটের আবেদনের চিঠি ফাঁসে নাখোশ রুমিন ফারহানা

প্লটের আবেদনের চিঠি ফাঁসে নাখোশ রুমিন ফারহানা

Sharing is caring!

সরকার ও সংসদকে ‘অবৈধ’ বলেও সংসদ সদস্য হিসেবে ১০ কাঠার প্লট বরাদ্দ চেয়ে আবেদন করে সমালোচনার মুখে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তবে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হওয়া আলোচিত এই নেত্রী তার আবেদনের চিঠি ফাঁস হওয়ায় নাখোশ হয়েছেন।

একটি জাতীয় দৈনিকে এই সংবাদটি প্রকাশের পর থেকে নেটের দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে বিষয়টি। এমনিতে সংসদ সদস্যরা নানা সুযোগ সুবিধা পান। রুমিন যা চেয়েছেন, সেটাও আইনবিরুদ্ধ নয়। যেহেতু তিনি সংসদকে বৈধ মনে করেন না, তাই তার সদস্য হয়ে এই আবেদন করাটি কতটা নৈতিক- সে প্রশ্ন তুলছেন সমালোচকরা।

গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে পূর্বাচলে প্লট বরাদ্দ চেয়ে আবেদন করেন রুমিন ফারহানা। মন্ত্রীকে উদ্দেশ করে লেখেন, ‘আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জানানো যাইতেছে যে, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ (দশ) কাঠা প্লট-এর প্রয়োজন।…ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার আর কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ (দশ) কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।…এমতাবস্থায় আপনার নিকট আমার আবেদন, আমার নামে দশ (১০) কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।’

আবেদনের এই চিঠি কীভাবে বাইরে এলো, সে প্রশ্ন তুলছেন রুমিন। বলেন, ‘কিন্তু আমি জানতাম না কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এভাবে বের হয়। বিরোধী মতকে নগ্নভাবে তুলে ধরছে তারা।’

‘মন্ত্রী এমপি না হয়েও কেউ কেউ শুল্ক মুক্ত গাড়ি পেয়ে গেছেন। আমি তো এক সুতা জমিও পাইনি। তার আগেই আমার চিঠি ভাইরাল হয়েছে।’

এটা কোনো অবৈধ কাজ নয় জানিয়ে সংসদে বাকি যারা প্লট চেয়ে আবেদন করেছেন তাদের নামও প্রকাশের দাবি বিএনপি নেত্রী।

সরকারের কাছে আবেদন করার বিষয়ে বিএনপি নেত্রী বলছেন, ‘এটা হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা। এটা কোনো সরকারের কাছে চাওয়া না। রাষ্ট্রের কাছে চেয়েছি। রাষ্ট্রীয় পদের কারণে বেশ কিছু অধিকার হয়- গাড়ি, প্লট।’

অবশ্য সরকার প্লট দেবে না বলেও নিশ্চিত রুমিন ফারহানা। বলেন, ‘তবুও আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি।’

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভরাডুবির পর বিএনপি ফলাফল মানতে চায়নি। দল ও জোটের মোট আট জন জেতার পর দলের পক্ষ থেকে জানানো হয়, এরা কেউ শপথ নেবেন না। পরে তারা শপথ নেন। আর সংসদে আসনের ভিত্তিতে সংরক্ষিত আসনের একটি পায় বিএনপি।

বিএনপি এই সংরক্ষিত আসনে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানারে মনোনয়ন দেয়। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি সংসদ সদস্য হন। গত ৯ জুন শপথের দুই দিন পর সংসদে যোগ দিয়েই উত্তাপ তৈরি করেন তিনি। সংসদকে অবৈধ ঘোষণা করে বলেন, ‘আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়।’

সংসদ নিয়ে রুমিনের এমন মন্তব্যের পরও সদস্য হিসেবে প্লট চেয়ে আবেদন করা কতটা যুক্তিযুক্ত, সে নিয়ে বিএনপিতেই নানা মত আছে।

নাম প্রকাশ না করার শর্তে টকশোতে সরব বিএনপির কেন্দ্রীয় একজন নেত্রী বলেন, ‘আমাদের যেহেতু একটা স্ট্যান্ড আছে যে, সরকার ও সংসদ অবৈধ বলছি, তিনি (রুমিন) নিজেই একথা  বলেছেন। সেহেতু এই সরকারের কাছ থেকে সুবিধা নেয়া কতটা সমীচীন হবে তিনি তার বিষয়টি ব্যাখ্যা দিলে ভালো হয়।’

অবশ্য সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে বাইরে তার সমালোচনা করা আর সংসদ সদস্য হিসেবে সুবিধা নেয়াকে এক করে দেখার সুযোগ নেই বলে মনে করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘সংসদ সদস্যরা যে সুযোগ পাওয়ার প্লটের বিষয়টি এমনই। এটা তিনি আবেদন না করলেও পাবেন। এছাড়াও যেমন- ট্যাক্স ফ্রি গাড়ি পাবেন, বিমানে চলাচলে ছাড় পাবেন। এমন আরো অনেক কিছু আছে। এটা নিয়ে সমালোচনা করার কিছু আছে বলে মনে করি না।’

এদিকে আবেদন করলেও প্লটের বিষয়ে কোনো তদবির করেননি জানিয়ে রুমিন ফারহানা বলেন,  ‘আমি সংসদ সদস্য হিসেবে অ্যাপার্টমেন্ট পেয়েছি। তবে আমি ছোটটি নিয়েছি। সংসদ সদস্য হিসেবে কিছু সুবিধা এমনিতেই চলে আসে। আমার বাবার কিছু নেই। কোনো জায়গা নেই। আমার বাবা সারা জীবন শ্বশুরবাড়িতে ছিলেন। কিন্তু বাবার যে অবস্থান ছিল, উনি একরের পর একর জমি ঢাকা শহরে করতে পারতেন। তাই এটুকু যদি না নিই তবে আমরা খাব কী। আমি আবেদন করার হকদার। এটি সরকারের প্লট নয়। এটি রাষ্ট্রীয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD