শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন (৩৪) নামে এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশালে ছয়জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।
মৃত মনির বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুনদি এলাকার শাহজাহানের ছেলে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় মনির হোসেন গত ১৮ আগস্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ আগস্ট) দিনগত মধ্যরাতে তার মৃত্যু হয়।
অন্য দিকে বৃহস্পতিবার শেবাচিম হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫৭ জন। অপরদিকে বিদায় নিয়েছে ৪১ জন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ হাজার ৪৩০ জন। বিদায় নিয়েছে ১ হাজার ২৬৭ জন। এই সময়ের মধ্যে মোট মারা গেছে ৬ জন।