শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন
পবিত্র ঈদ উল আযহার তৃতীয় দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪৬ জন ডেঙ্গু জ্বরের রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। যারমধ্যে ১৮৫ জন পুরুষ, ৯১ জন নারী ও ৭০ শিশু রয়েছেন। এছাড়া হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮১ জন রোগী ভর্তি হয়েছেন। যারমধ্যে ৪৪ জন পুরুষ, ৩০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ৬৫ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, ঙ৭ জন নারী রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত কোন রোগী মৃত্যু বরণ করেননি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।
এদিকে ঈদের কারণে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও সকালে চিকিৎসকরা যথানিয়মে রোগীদের খোজ-খবর নিয়েছেন। ব্যবস্থাপত্র হালনাগাদ করেছেন। তবে ওষুধসহ অনেক কিছুই বাহির থেকে কিনতে হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সবকিছুরই যথেষ্ট সরবরাহ রয়েছে।
উল্লেখ্য গত ১৬ জুলাই থেকে বুধবার (১৪ আগস্ট) সকাল পর্যন্ত বরিশাল মেডিকেলে মোট ৯৯৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। যারমধ্যে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৬৪৮ জন এবং মৃত্যু বরণ করেছেন চার জন।