বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
এতে বাংলাভিশনের বরগুনা প্রতিনিধি সহিদুল ইসলাম স্বপ্ন সভাপতি এবং বাংলাট্রিবিউনের বরগুনা প্রতিনিধি ইবরাহীম সোহেল রাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার(২০ জানুয়ারি) বরগুনা পৌর শহরের বাজার রোডে অবস্থিত নাহার এম্পোরিয়ামের ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে একটি সভার মাধ্যমে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে দৈনিক আজকের পত্রিকার মনোতোষ হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দ্বীপাঞ্চলের জামাল মীর সহ-সভাপতি, দৈনিক খবরের কাগজের মহিউদ্দিন অপু যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক টিভির সোহাগ হাফিজ অর্থ সম্পাদক, এটিএন নিউজের সুজন শীল সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ডিজিটালের আকরাম হোসেন হৃদয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তানভীর ভাসানী প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক দেশরূপান্তরের সুমন সিকদার, দৈনিক নয়া দিগন্তের মো. জসিম উদ্দীন, এনপিবি নিউজের এইচ এম কাওসার মাদবার, দৈনিক আজকের পত্রিকার হৃদয় হোসেন মুন্না, বাংলা টিভির হাইরাজ মাঝি, দৈনিক নতুন সময়ের তামান্না জেনিফার, দৈনিক সকালের সময়ের সাইফুর ইসলাম সজিব, ইটিসি নিউজের রাফাত মল্লিক, বরগুনা নিউজের আরিফুল ইসলাম রুবেল, খবর সংযোগের জাহিদ হাওলাদার, দৈনিক বাংলা বাজারের মো. সুজন এবং দৈনিক জবাবদিহির রাসেল চৌধুরি ।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বরগুনা জেলা সাংবাদিক পরিষদ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণস্বার্থ রক্ষা এবং সত্য ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।