বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে।
প্রিয় নেত্রীর বিদায়ে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পবিত্র কুরআনখানি শুরু হয়।
একই সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। এতে স্বাক্ষর করছেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
সারাদিন দলীয় কার্যালয়ে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা।
শোকের প্রতীক হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, বুধবার জানাজার আগ পর্যন্ত এই কুরআনখানি চলবে।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা।
কেউ দলীয় কার্যালয়ের সামনে, কেউ বা রাস্তার ওপর অঝোরে কাঁদছেন। আবার অনেকে নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শোক বই খুলেছি। সেখানে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।’
খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমরা একজন আপসহীন নেত্রী হারালাম।
যিনি দেশের জন্য তার সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকার করেছেন। তার মতো এমন দেশপ্রেমিক কেউ ছিল না। তিনি ছিলেন অতুলনীয়।
আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এই দোয়া সবসময়।’