রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
কুমিল্লায় ৫টি সংসদীয় আসনে বিএনপির বঞ্চিত প্রার্থীরা চূড়ান্ত মনোনয়ন পেতে অনড় অবস্থানে রয়েছেন।
এরই মাঝে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে দলের মনোনীত প্রার্থীরা নানাভাবে চাপে পড়ছেন।
দিন যত যাচ্ছে; ততই নানা সমীকরণ দৃশ্যমান হচ্ছে। এদিকে বঞ্চিতদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কী নির্দেশনা দেন অথবা সাংগঠনিক কী ব্যবস্থা নেন, সেদিকে তাকিয়ে আছেন মনোনীত প্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।
এ প্রার্থীদের কয়েকজন দলের টিকিট পেয়েছেন। বাকিরা টিকিটের অপেক্ষায় রয়েছেন। তবে দলের চূড়ান্ত মনোনয়ন পেতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি চেয়ারপারসনের সাবেক এপিএস এমএ মতিন খাঁন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মিজানুর রহমান, কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া অনড় অবস্থানে রয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী এবং বঞ্চিতদের শেষ ভরসাস্থল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কী সিদ্ধান্ত দেন সেদিকে তাকিয়ে আছেন প্রার্থীরা।
কুমিল্লা-২ আসনে বঞ্চিত প্রার্থী মতিন খাঁন বলেন, দলের নেতাকর্মী ও সমর্থকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে; যা তৃণমূল নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশীদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
কুমিল্লা-৭ আসনে বঞ্চিত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আমাকে প্রার্থী করেছে। আমি তাদের ছেড়ে যেতে পারছি না।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। আমার বিশ্বাস, দলের মনোনীত প্রার্থী এবং বঞ্চিতরা তারেক রহমানের নির্দেশনা মেনে চলবেন।