সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন বর্গীর লাল চোখ জনগণ পাত্তা দেবেনা : মাস্টার আঃ মান্নান সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এখন জিয়া পরিষদে রুপ আমি কারও জমির ধান কাটি নাই, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা… হাফেজ আবদুল বারেক নির্বাচনী তফসিল ঘোষনাকে শুভেচ্ছা জানিয়ে কলাপাড়ায় বিএনপির আনন্দ মিছিল পটুয়াখালীতে যৌতুক মামলার বাদী ফাতেমাকে কোট চত্বরে সতিনের বর্বরোচিত হামলা পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামালা বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত সচেতনতামূলক সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা
চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩

চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩

Sharing is caring!

 

ভোলাঃ ক্রাইমসিন ডেক্সঃ

‎ভোলার চরফ্যাশনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, চরফ্যাশন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাসপাতাল এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

‎বিএনপির পক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল স্থানীয় যুবদল নেতা সবুজের বরাত দিয়ে জানান, চকবাজার এলাকায় বিএনপি ও জামায়াত উভয় দলের গণসংযোগ চলাকালে জামায়াতের গণসংযোগে অংশ নেওয়া যুবলীগের জামালসহ জামায়াতের কয়েকজন কর্মী বিএনপির গণসংযোগে ঢুকে পড়েন।

এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে এসে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়।

এতে বিএনপির ৬ থেকে ৭ জন নেতাকর্মী আহত হন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, ১.মো. মোশাররফ হোসেন (৫০) ২. আব্দুল্লাহ (২৬), ৩. সালেহ উদ্দিন (৪০) ৪.মো.রুবেল (৩০), ৫. মো. বেল্লাল (৪০)।

‎অন্যদিকে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি এ ঘটনাকে ‘পৈশাচিক হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রচার-প্রচারণায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎চরফ্যাশন থানার (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান,
সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD