বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের নতুন ১৩ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন–কে পরিচয়পত্র (আইডি কার্ড) পরিয়ে দেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান সোহেল।
অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান সোহেল বলেন, “গলাচিপার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন, এই কমিটি সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
আমরা আশা করি নতুন নেতৃত্ব গণমানুষের কথা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবে।” এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, গলাচিপা উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সুসংগঠিতভাবে সংবাদ পরিবেশনের জন্য তারা সক্রিয় ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।