বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বাংলা বিভাগের আয়োজনে আন্তঃবর্ষ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২৫ শে নভেম্বর মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় কলেজের মাঠে ফাইনাল খেলায় ২য় বর্ষ বনাম চতুর্থ বর্ষ মুখোমুখি হয়।
দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চতুর্থ বর্ষ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। পুরো টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্যের কারণে মিতুল ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার।
এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। পরিশেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলসহ ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তদের হাতে ট্রফি ও উপহার তুলে দেন অতিথিরা।
উৎসাহ ও আনন্দঘন পরিবেশে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।