সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীতে কলাপাড়ায দ্বিতীয় দিনের মতো চলছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ন দিবস কর্মবিরতি।
সোমবার সকাল থেকে উপজেলার ১৭১ টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয় এসে ফিরে গেছেন অনেক শিক্ষার্থী। ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা থাকলেও পাঠদান বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে এ উপজেলার ২২ হাজার ৪৯ জন শিক্ষার্থীর পড়ালেখা।
দশম গ্রেডসহ তিনদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া পটুয়াখালী।