শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোয়ানটিটি নয়, বরং কোয়ালিটিই মূখ্য লক্ষ্য হওয়া উচিত।
একটি শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী পাস করল তা নিয়ে না ভেবে, কতজন মানসম্মত শিক্ষার্থী বের হলো তার উপর নির্ভর করে ওই এলাকার সম্মান এবং উন্নয়ন।শুক্রবার(০৭ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌর অডিটরিয়ামে কলাপাড়া উপজেলাধীন বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সরকার গঠন করতে পারলে আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। সেই সাথে সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে।
বিএনপি’র দেয়া ৩১ দফাতে শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বিএনপি’র এ কেন্দ্রীয় নেতা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উন্নয়ন যা হয়েছে তার অধিকাংশই বিএনপি সরকারের মাধ্যমে হয়েছে।
বেগম খালেদা জিয়া আপনাদের শতভাগ বেতনের ব্যাপারে কাজ করেছেন। নারী শিক্ষার প্রসার, উপবৃত্তি প্রদান এবং কর্মমুখী শিক্ষায় বিএনপি সর্বোচ্চ কাজ করেছেন।
তিনি আরো বলেন, আগামীতে সুযোগ পেলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিক্তিতে সমাধানের লক্ষ্যে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ।
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দিন হাওলাদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন এবং নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বরের সঞ্চালনায় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল,কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক(গনিত) মো.মাসুম বিল্লাহ এবং বানাতিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল আউয়াল প্রমুখ।
এর আগে অডিটোরিয়ামে উপস্থিত দেড় হাজার শিক্ষকের মধ্যে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবনা সুপারিশ ও প্রশ্ন শোনেন অতিথিরা।
উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেন অতিথিদের। এ সময় উপজেলা সকল শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমালায় পরিণত হয় পুরো অডিটোরিয়াম চত্বর।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া