রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্তর্গত দফাদার বাজার প্রাঙ্গণে ৬ নং বিদ্যানন্দপুর এবং ৭ নং ভাষাণচর ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।
ভাষাণচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বাবলুর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এবায়দুল হক চান । প্রধান বক্তা ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু ।
এ সময় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন , বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেন , বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাকসুদুর রহমান মুকুল , উত্তর জেলা তাঁতীদলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের , মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আজীজ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির ভাষণে মেহেন্দিগঞ্জের গণমানুষের নেতা মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই ।
পাকিস্তানি রাজাকার আর পতিত স্বৈরাচার মিলেমিশে সারাদেশে বিএনপির বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত , এদের কে প্রতিহত করতে হলে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ১৯ দফা কর্মসূচীর আলোকে আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাব ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমান প্রণীত রাস্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে ।
সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজদের অনুপ্রবেশ ঠেকাতে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে ।