বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
মঙ্গলবার বিডিএস ক্লাবের সভা কক্ষে সরকার/ বেসরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়াদা সংস্থার চেয়ারম্যান এ্যান্ড সিইও জনাব নিলুফা আক্তার ইতির এর সন্চালনায় সভাপতিত্ব করেন জনাব মেহেরুন নাহার মুন্নি উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশাল। ,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল জনাব লুসি কান্ত হাজং ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,জনাব ইকবাল হাসান , উপজেলা নির্বাহী অফিসার, সদর, বরিশাল,জনাব ডা: মো:শওকত আলী ডেপুটি সিভিল সার্জন,বরিশাল , জনাব সাজ্জাদ হোসেন,সহকারি পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, বরিশাল, জনাব ডা: কে এম কুদরত ই- খুদা, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার, সদর বরিশাল। জনাব রাশেদুল ইসলাম, উপ-পরিচালক, বিসিক শিল্পনগরী, বরিশাল জেলা, জনাব জাহানারা পারভিন শিল্পী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , সদর, বরিশাল, জনাব শাহিদা তালুকদার, বিভাগীয় কো-অর্ডিনেটর, ব্লাস্ট, বরিশাল, জনাব শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক, বরিশাল উন্নয়ন সংস্থা, জনাব জোস্না বেগম, সভানেত্রী, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন, জনাব বিলকিস আহমেদ লিলি, সভাপতি উইমেন্স চেম্বার অব কমার্স, বরিশাল, জনাব মো: আল-আমীন সরদার প্রজেক্ট ম্যানেজার ওয়াদা, প্রমুখ।
এছাড়া বরিশালে বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, নারী উদ্যাক্তা, এনজিও প্রতিনিধি সহ ৪০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এই কর্নার স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে মায়েরা কোনো রকম বাধা ছাড়াই তাদের শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে পারেন।
মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার পেছনে যেমন শিশুখাদ্য শিল্পের আগ্রাসী বিপণন একটি কারণ, তেমনি মাতৃদুগ্ধ পানের পরিবেশের অভাবও একটি বড় বাধা। তাই সকল কর্মক্ষেত্র ও জনবহুল স্থানে ব্রেস্টফিডিং কর্নার স্থাপন করা হলে তা শিশুর পুষ্টি নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।