শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কলাপাড়ায় ৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত অপর দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জলবায়ু সুশাসন শক্তিশালী করণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকদের ধর্মঘট আমরা আগামী ৫০ দিন সময় বেঁধে দিলাম শাসক নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির ম/র/দেহ উদ্ধার বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা ‎ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দের ঘন্টা পর বরিশাল – কুয়াকাটা মহাসড়ক ছেড়ে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে

গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে

Sharing is caring!

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নজরুল মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

তিনি ওই ইউনিয়নের মুজাহিদ কমিটির সভাপতি মোঃ হারুন মাতুব্বরের বড় ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোলখালী গ্রামের হাবিজার খেয়ায় কর্মরত তিনজন মাঝির কাছ থেকে নজরুল মাতুব্বর জোরপূর্বক ১৫ হাজার টাকা চাঁদা আদায় করেন।

পরে তিনি মাঝিদের প্রতি যাত্রী থেকে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা ভাড়া আদায়ের নির্দেশ দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা নজরুলকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মঈন বলেন, “নজরুল মাতুব্বর গলাখালী ইউনিয়ন বিএনপি কিংবা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।

৫ আগস্ট ২০২৪ সালের আগে তিনি ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এরপর এলাকা ছেড়ে এসে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালাচ্ছেন।” ঘটনার বিষয়ে নজরুল মাতুব্বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমান জানান, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, নজরুলের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD